টানা ১৩ বছর ক্ষমতায় থাকায় উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ডিসিদের উদ্দেশে বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন। শুদ্ধাচার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে।
ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর প্রধানমন্ত্রী তার ভাষণ দেন।
এবার ডিসি সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।
ইব্রাহিম/আওয়াজবিডি/ইউএস
নিউইয়র্ক মাতাতে আসছেন জেমস
নিউইয়র্কে শো টাইমস মিউজকের আয়োজনে জ্যামাইকার এমাজুরা হলে আগামী ৪ জুন (রবিবার) সন্ধ্যা ৭ থেকে ১০ টা পর্যন্ত কনসার্টে অংশ নেবেন এ তারকা।
শো টাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমস মানেই হাউজফুল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হবে না।
প্রতিবারের মতো এবারও সকল মিডিয়া পার্টনার, স্পন্সরদের সাথে নিয়ে একটি জমজমাট শো’র আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শো টাইমস মিউজিকের কর্ণধার।
জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিউইয়র্ক টেক্সাস, লস অ্যাঞ্জেলস শহর ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন এই ব্যান্ড তারকা।
যুক্তরাষ্ট্রে গান গাওয়া প্রসঙ্গে দেশ ছাড়ার আগে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে বলেন, নির্ধারিত কনসার্টের চেয়ে সংখ্যাটা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই একমাস দেশটিতে থাকব।