নিউইয়র্কে ব্রঙ্কসে আবারও অগ্নিকাণ্ড, নিহত ১ আহত ৯
নিউইয়র্ক নগরীর মেয়র এরিক অ্যাডামস জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে দগ্ধদের চিকিৎসাচলছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। আগুন নেভানো এবং উদ্ধারকাজের সময় আহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তাও।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ব্রঙ্কসের লংউড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই ধসে পড়ে তিনতলা ভবনের একাংশ। ভারি ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ফায়ার ডিপার্টমেন্ট এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১০০ সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের ত্রুটি থেকেই ঘটেছে বিস্ফোরণ। পুরো এলাকায় বন্ধ রাখা হয়েছে গ্যাস সরবরাহ। ৯ জানুয়ারি ব্রঙ্কস এলাকাতেই বহুতল ভবনে হয় অগ্নিকাণ্ড। তাতে প্রাণ হারান কমপক্ষে ১৭ জন।
শ্রীলঙ্কায় গ্রেফতার দুই এমপি
এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে। এতে বলা হয়, সনৎ নিশান্থকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির আরেকটি সূত্র এমপি মিলানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ আছে। ওই হামলার পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হামলা-পাল্টা হামলা চলতে থাকে।
বেশ কয়েকজন মন্ত্রী, এমপির বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে তার বাসভবন থেকে পালিয়ে যান। সহিংসতায় নিহত হন কমপক্ষে ৯ জন।
অনি/আওয়াজবিডি/ইউএস