রাবিতে অনলাইন নয়, সশরীর ক্লাস-পরীক্ষা

আওয়াজবিডি ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, দুপুর ৪:১৭ সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয় —ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার অনলাইনে যুক্ত ছিলেন। এ ছাড়া সশরীর সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডেসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বেলা সোয়া একটায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সভায় দুজন সহ–উপাচার্য বলেছেন, বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা আপাতত সশরীরই চলবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র এবং হলে আইসোলেশন কক্ষের ব্যবস্থা থাকবে। কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের আইসোলেশন কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।

এর আগে গতকাল বুধবার করোনার অমিক্রন ও ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

ইব্রাহিম/আওয়াজবিডি/ইউএস

নিউইয়র্ক মাতাতে আসছেন জেমস

উত্তর আমেরিকা অফিস
২৯ মে ২০২৩, বিকাল ৬:৪৪ সময়

নিউইয়র্কে শো টাইমস মিউজকের আয়োজনে জ্যামাইকার এমাজুরা হলে আগামী ৪ জুন (রবিবার) সন্ধ্যা ৭ থেকে ১০ টা পর্যন্ত কনসার্টে অংশ নেবেন এ তারকা।

শো টাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমস মানেই হাউজফুল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হবে না।

প্রতিবারের মতো এবারও সকল মিডিয়া পার্টনার, স্পন্সরদের সাথে নিয়ে একটি জমজমাট শো’র আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শো টাইমস মিউজিকের কর্ণধার।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিউইয়র্ক টেক্সাস, লস অ্যাঞ্জেলস শহর ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন এই ব্যান্ড তারকা।

যুক্তরাষ্ট্রে গান গাওয়া প্রসঙ্গে দেশ ছাড়ার আগে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে বলেন, নির্ধারিত কনসার্টের চেয়ে সংখ্যাটা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই একমাস দেশটিতে থাকব।