২০০১ সালের ছবিতে ঐশ্বর্যের মাথায় সিঁদুর?
শুক্রবার (১৩ মে) সকালে প্রায় ২১ বছর আগের সেই ছবিটি শেয়ার করেছেন পরিচালক ফারহা খান। ছবিতে ঐশ্বর্যের সিঁথিতে সিঁদুর দেখা গেছে। তাহলে সবার অলক্ষ্যে আগেই বিয়ে করে নিয়েছিলেন ঐশ্বর্য! সেই বিতর্ক তৈরি হতেই পারে জেনে আগে থেকেই ছবির ব্যাখ্যা দিয়ে রেখেছেন ফারহা খান।
ছবিটি ছিল মুম্বাইয়ে ফারহার হাউস ওয়ার্মিং পার্টির ছবি। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাইসহ ফারহার কাছের বন্ধুরা।
পরিচালকের পোস্ট করা ওই ছবিতে রয়েছেন ফারহার ভাই সাজিদ, করণ, ফারহান, রানি ও ঐশ্বর্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ির গৃহপ্রবেশ ২০০১ সালে। বিশেষ দ্রষ্টব্য, দেবদাসের শুটিং থেকে সরাসরি এসেছিলেন ঐশ্বর্য। তাই তার মাথায় সিঁদুর।’
পাশাপাশি করণ জোহরের সঙ্গে খুনসুটি করতেও ছাড়েননি ফারহা। তিনি লিখেছেন, এটি হলো নন ডিজাইনার পোশাকে করণের দুষ্প্রাপ্য ছবি।
ইব্রাহিম/আওয়াজবিডি/ইউএস
শ্রীলঙ্কায় গ্রেফতার দুই এমপি
এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে। এতে বলা হয়, সনৎ নিশান্থকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির আরেকটি সূত্র এমপি মিলানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ আছে। ওই হামলার পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হামলা-পাল্টা হামলা চলতে থাকে।
বেশ কয়েকজন মন্ত্রী, এমপির বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে তার বাসভবন থেকে পালিয়ে যান। সহিংসতায় নিহত হন কমপক্ষে ৯ জন।
অনি/আওয়াজবিডি/ইউএস