১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!
তাদের মধ্যে এক চিকিৎসক ছাড়া সবাই নার্সের কাজ করেন।
লিবার্টি শহরের এ ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ হাসপাতালের নার্সরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।
হাসপাতালের ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলজি বিভাগের ওই ১১ নার্সের একজন হানা মিলার। ‘গুড মর্নিং আমেরিকা’ শো-তে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সরা বলছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না।
ইব্রাহিম/আওয়াজবিডি/ইউএস
শ্রীলঙ্কায় গ্রেফতার দুই এমপি
এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে। এতে বলা হয়, সনৎ নিশান্থকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির আরেকটি সূত্র এমপি মিলানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ আছে। ওই হামলার পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হামলা-পাল্টা হামলা চলতে থাকে।
বেশ কয়েকজন মন্ত্রী, এমপির বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে তার বাসভবন থেকে পালিয়ে যান। সহিংসতায় নিহত হন কমপক্ষে ৯ জন।
অনি/আওয়াজবিডি/ইউএস