২৩৩ বছরের ইতিহাস ভেঙে শপথ নিলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি
স্থানীয় সময় বৃহস্পতিবার শপথ নেন তিনি। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।
৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিম কোর্টে যোগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স
ওয়াশিংটন পোস্টের খবর
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ৭০-৮০ হাজার সেনা হতাহত: দাবি পেন্টাগনের
এর মধ্যে মাস ছয়েকের এই যুদ্ধে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত তাদের ৪২ হাজার ২০০ সেনার মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা কলিন কাল গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতের সংখ্যা আসলে কত, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত ৭০-৮০ হাজার সেনা হতাহত হয়েছেন। তার দাবি, হতাহতের সঠিক সংখ্যা কমবেশি হতে পারে। তবে অন্তত এই সংখ্যক সেনাকে হারিয়েছে রাশিয়া।
পেন্টাগনের ওই কর্তার দাবি, সেনাবাহিনীর পাশাপাশি চার কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধেও লড়তে হচ্ছে রাশিয়াকে। অন্যদিকে, আমেরিকাসহ বহু দেশের কাছ থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন।
সূত্র : ওয়াশিংটন পোস্ট