মার্কিন যুক্তরাষ্ট্রে কারা আশ্রয় পাওয়ার যোগ্য?
করোনা মহামারি চলাকালীন শিরোনাম-৪২ নামে পরিচিত একটি জরুরি ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রক্রিয়া আংশিকভাবে স্থগিত করা হয়েছে। তবে কিছু অভিবাসীকে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
যদিও একজন ফেডারেল বিচারক বাইডেন প্রশাসনকে আপাতত শিরোনাম- ৪২ তুলে নেওয়া থেকে বিরত রেখেছেন।
মার্কিন আশ্রয় ব্যবস্থা বছরের পর বছর ধরে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো হলো- আবেদনের বিশাল ব্যাকলগ এবং বছরের পর বছর ধরে প্রক্রিয়াকরণের সময়, অসঙ্গত নীতি এবং অপারেশনাল সীমাবদ্ধতা। এগুলো এখনো অব্যহত রয়েছে।
বাইডেন প্রশাসন সম্প্রতি একটি নিয়ম প্রয়োগ করা শুরু করেছে। আশা করা হচ্ছে যে, এর প্রয়োগ শুরু হলে আশ্রয় ব্যবস্থার সংস্কার করবে এবং মামলা প্রক্রিয়াকরণকে ত্বরান্বিত করবে।
তবে নীতিটি সীমিত আকারে শুরু হবে এবং অপারেশনাল চ্যালেঞ্জ, মহামারি, রেকর্ড অভিবাসী গ্রেফতার এবং রিপাবলিকান নেতৃত্বাধীন মামলার প্রেক্ষিতে এর সাফল্য কতটুকু আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কে মার্কিন আশ্রয়ের জন্য যোগ্য?
কয়েক দশক ধরে মার্কিন আইন সরকারকে অভিবাসীদের আশ্রয় দেওয়ার অনুমতি দিয়েছে যারা তাদের জাতীয়তা, জাতি, ধর্ম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা একটি “বিশেষ সামাজিক গোষ্ঠীর” সদস্য হওয়ার কারণে নিজ দেশে নিপীড়নের শিকার হয়েছেন বা আতঙ্কে রয়েছেন তারা আশ্রয়ের যোগ্য।
নিপীড়ন অবশ্যই সরকারি কর্তৃপক্ষ বা এমন কারো কাছ থেকে আসতে হবে যা নিজ দেশ নিয়ন্ত্রণ করতে অক্ষম। দারিদ্র্য, দুষ্প্রাপ্য অর্থনৈতিক সুযোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত বা পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় আবেদন গ্রহণ করে না।
অন্যদিকে, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে থাকা ব্যক্তিরাই আশ্রয়ের জন্য যোগ্য। কিছু ব্যতিক্রম বাদে, মার্কিন আইন মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের থাকার অনুমতি দেয় যারা বেআইনিভাবে দেশটিতে প্রবেশ করেছে।
নিউইয়র্ক মাতাতে আসছেন জেমস
নিউইয়র্কে শো টাইমস মিউজকের আয়োজনে জ্যামাইকার এমাজুরা হলে আগামী ৪ জুন (রবিবার) সন্ধ্যা ৭ থেকে ১০ টা পর্যন্ত কনসার্টে অংশ নেবেন এ তারকা।
শো টাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমস মানেই হাউজফুল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হবে না।
প্রতিবারের মতো এবারও সকল মিডিয়া পার্টনার, স্পন্সরদের সাথে নিয়ে একটি জমজমাট শো’র আয়োজন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শো টাইমস মিউজিকের কর্ণধার।
জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিউইয়র্ক টেক্সাস, লস অ্যাঞ্জেলস শহর ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন এই ব্যান্ড তারকা।
যুক্তরাষ্ট্রে গান গাওয়া প্রসঙ্গে দেশ ছাড়ার আগে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমে বলেন, নির্ধারিত কনসার্টের চেয়ে সংখ্যাটা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই একমাস দেশটিতে থাকব।