স্টিভ জবসকে মরণোত্তর পদক দেয়ার ঘোষণা বাইডেনের
শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ কিংবা নিরাপত্তা, বিশ্বশান্তি কিংবা অন্যান্য সামাজিক, সরকারি কিংবা ব্যক্তিগত প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রাখার জন্য প্রত্যেক বছর প্রেসিডেন্টসিয়াল মেডেল অব ফ্রিডম পদক দেয়া হয়।স্টিভ জবসসহ চলতি বছর মোট ১৬ জন পদক পাবেন।
হোয়াইট হাউজ জানায়, প্রযুক্তিশিল্প ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিপ্লব ঘটাতে তার অবদানের জন্য তার নাম তালিকায় রাখা হয়েছে।
১৯৭৬ সালে স্টিভ ওজনিয়াক ও স্টিভ জবসের হাতে চালু হয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ১৯৮৫ সালে এ প্রতিষ্ঠান থেকে জবস ক্ষমতাচ্যুত হন। ১৯৯৭ সালে তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে আবার প্রতিষ্ঠানটিতে ফিরে আসেন। ২০১১ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস।
ওয়াশিংটন পোস্টের খবর
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ৭০-৮০ হাজার সেনা হতাহত: দাবি পেন্টাগনের
এর মধ্যে মাস ছয়েকের এই যুদ্ধে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত তাদের ৪২ হাজার ২০০ সেনার মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা কলিন কাল গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতের সংখ্যা আসলে কত, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত ৭০-৮০ হাজার সেনা হতাহত হয়েছেন। তার দাবি, হতাহতের সঠিক সংখ্যা কমবেশি হতে পারে। তবে অন্তত এই সংখ্যক সেনাকে হারিয়েছে রাশিয়া।
পেন্টাগনের ওই কর্তার দাবি, সেনাবাহিনীর পাশাপাশি চার কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধেও লড়তে হচ্ছে রাশিয়াকে। অন্যদিকে, আমেরিকাসহ বহু দেশের কাছ থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন।
সূত্র : ওয়াশিংটন পোস্ট