logo

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলফা নেটের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলফা নেটের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলফা নেটের উদ্যোগে “ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে তথ্যপ্রযুক্তি খাতের ক্যারিয়ার সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ। সেমিনারের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শামীম আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি বিশেষজ্ঞ আবু সুফিয়ান হায়দার এবং আলফা নেটের সিইও মো. একরামুল হায়দার। তাদের বক্তব্যে আইটি সেক্টরে ক্যারিয়ার গঠনের কৌশল, দক্ষতা অর্জনের পথ ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।

সিএসই বিভাগের প্রায় তিনশ শিক্ষার্থী এবং ২০ জনের বেশি শিক্ষক সেমিনারে অংশ নেন। আবু সুফিয়ান হায়দার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করে শিক্ষার্থীদের আইটি খাতে সফল হওয়ার দিকনির্দেশনা দেন। মো. একরামুল হায়দার প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের ভূমিকা, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং আলফা নেটে ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

October 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.