জাকসু নির্বাচনে শিবিরের বাইরে বিজয়ী যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৫টি পদে ২১টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।
শিবিরের প্যানেলের বাইরে বিজয়ী হয়েছেন চারজন: সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র) সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস) ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
অন্যদিকে, শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোটের বিজয়ীরা হলেন: জিএস: মো. মাজহারুল ইসলাম এজিএস (ছাত্র): ফেরদৌস আল হাসান এজিএস (ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (নারী): নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (পুরুষ): মো. তৌহিদ হাসান স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: মো. তরিকুল ইসলাম, মো. আবু তালহা, মো. মহসিন, নাবিলা বিনতে হারুণ, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা। এ পদেও জয়ী সবাই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।
September 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]