logo
logo

সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

সাবের হোসেন চৌধুরীর মামলার এজাহারে বলা হয়, তিনি ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বৈধ আয়ের বাইরে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। একইসঙ্গে তিনি নিজের নামে ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ২৫২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলার এজাহারে বলা হয়, তিনি বৈধ আয় ছাড়াই ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ৩টি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

এর আগে, গত অক্টোবরে সরকার পতনের পর একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নেয়ার পরদিনই ছয় মামলায় জামিন পান তিনি। জামিন পাওয়ার এক ঘণ্টার মধ্যেই কারাগার থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী। সম্প্রতি তার সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। এর ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা সমীকরণে সামনে আসে।

undefined/news/crime-and-corruption/1f0aa985-6dcf-6ec0-8a2b-8ff12181acf8


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.