বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’।
দুবাই ট্যাক্সি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন একটি সংস্থা।
এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
পত্রে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসীজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আবর আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করর্পোরেশন’র অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।
এ উপলক্ষে বিকেটিটিসি’তে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে।
আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পত্রে জানানো হয়েছে।
undefined/news/expatriation/1f088255-3db8-6bf0-80e2-f4854b150430
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]