logo
logo

কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চায় পাকিস্তান

অনলাইন রিপোর্ট

ছবি: সংগৃহীত

পাকিস্তান-ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের।

এ সময় দার ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আরও কোনও উসকানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানের ভূমিকার প্রশংসা করেন।

এছাড়াও, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাসকাটে অনুষ্ঠেয় সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান ডার। পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গে নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

এমএন/আওয়াজবিডি

undefined/news/international/1f02245a-61c5-6d90-9ca7-8ddeb9cafdea


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.