logo

‘বিগ বিউটিফুল বিলে’ সই করলেন ট্রাম্প

‘বিগ বিউটিফুল বিলে’ সই করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ৪ জুলাই হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিলে’ সই করেছেন। এর মধ্য দিয়ে তাঁর বহু প্রতীক্ষিত কর ও ব্যয়–সংক্রান্ত বিলটি আইনে (অ্যাক্টে) পরিণত হয়েছে।

বিল সইয়ের সময় ট্রাম্প বলেন, ‘আমেরিকা জিতছে, বারবার জিতছে, যেভাবে আগে কখনো জেতেনি।’ এ সময় তাঁর পাশে থাকা রিপালিকান পার্টির নেতারা এটাকে ‘ওয়ান বিগ বিউটিফুল’ বিল বলে স্বাগত জানান।

এর আগে কংগ্রেসের রিপাবলিকান–নিয়ন্ত্রিত দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্থানীয় সময় গত বৃহস্পতিবার অল্প ব্যবধানে বিলটি পাস হয়। এতে বিলটির পক্ষে পড়ে ২১৮ ভোট, বিপক্ষে পড়ে ২১৪ ভোট। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। তারও আগে গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি কোনো রকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল।

শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-২ বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। ওই অভিযানের পাইলটদের নাম অনুষ্ঠানের অতিথির তালিকায় দেখা গেছে।

বিগ বিউটিফুল বিল আইনে পরিণত করা গত দুই সপ্তাহে ট্রাম্পের জন্য একটি বড় সাফল্য। তাঁর দাবি অনুযায়ী এর আগে, যুক্তরাষ্ট্রের নিখুঁত বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।

এ বিলের মাধ্যমে ট্রাম্প নিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করলেন। এতে তাঁর আগের মেয়াদের করছাড়ের সম্প্রসারণ, সামরিক ব্যয় বৃদ্ধির উদ্যোগ এবং অভিবাসনবিরোধী অভিযান জোরদারে বিশাল তহবিল বরাদ্দ রয়েছে।

তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেকের শঙ্কা, এ বিলের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ অনেক বাড়বে এবং স্বাস্থ্য ও কল্যাণ খাতে বড় কাটছাঁট করতে হবে।

কিন্তু তা সত্ত্বেও সবাইকে আশ্বস্ত করতে চেয়েছেন ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন, ‘(সরকারি ব্যয়ে) সবচেয়ে বড় কাটছাঁট হলেও আপনারা এর কোনো প্রভাবই বুঝতে পারবেন না।’

July 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.