logo
logo

বিমান ছিনতাই করেছিলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার স্বামী!

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস গড়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সে কারণেই জেন-জি বিক্ষোভে সরকারের পতন হলে তিনিই এবার দায়িত্ব পান প্রধানমন্ত্রীর।

তবে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও। জানা গেছে, সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদী জড়িত ছিলেন নেপালের ইতিহাসের এক আলোচিত বিমান ছিনতাই ঘটনায়।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডু যাচ্ছিল। সেই বিমানে যাত্রী হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহাও।

মাঝআকাশে পাইলটের দিকে পিস্তল তাক করে বিমানটি ভারতের বিহারে নামাতে বাধ্য করেন সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিনিয়ে নেওয়া হয়। পরে সেগুলো গাড়ি করে দার্জিলিং হয়ে পৌঁছায় নেপালে। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অর্থ জোগাড়ের জন্যই এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন তৎকালীন নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা। পরে তিনিই হন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী।

পরে দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছিল মুম্বাই থেকে। তবে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তারা ছাড়া পান।

ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয়। তাদের ঘরে এক সন্তান রয়েছে।

সূত্র: এনডিটিভি, জিনিউজ, হিন্দুস্তান টাইমস

undefined/news/international/1f090ad6-2e0f-6fa0-bc30-27ae3db76c37


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.