থানা থেকে সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার
অনলাইন রিপোর্ট
শাহ আলম ও মো. মহিবুল্লাহ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর পালিয়ে যাওয়ার ঘটনায় ওই থানার বর্তমান ওসি মো. মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার কুষ্টিয়া থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করা হয় শাহ আলমকে। পরে তাকে উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয় তাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া শাহ আলমকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
undefined/news/national/1efcf66b-a5ff-6780-94ce-c8e18d728240
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]