গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জামায়াত আমিরের

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
ওই পোস্টে জামায়াত আমির বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ও ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।’
ইসরায়েলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানিতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।
আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।’
গাজায় যুদ্ধবিরতি ভেঙে গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।
May 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]