আরও ৫৭ কলেজ থেকে ‘শেখ পরিবার’-এর নাম বাদ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশের আরও ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ সহ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন, সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়তা, প্রশাসনিক সহজতা এবং বাস্তবিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে এই নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
গত ২২ জুন (রোববার) প্রজ্ঞাপনটি জারি এবং ২৩ জুন (সোমবার) রাতে তা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ মে তারিখের নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির ভিত্তিতে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনের সঙ্গে পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত রয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কলেজগুলোর সব অফিসিয়াল কার্যক্রম—নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট ও চিঠিপত্রে—নতুন নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরকে প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
July 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]