চার্লি কার্ককে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেয়া বক্তব্যে চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, "আমার কোনো সন্দেহ নেই যে চার্লির কণ্ঠ এবং তিনি অগণিত মানুষের, বিশেষ করে তরুণদের হৃদয়ে যে সাহস স্থাপন করেছিলেন, তা বেঁচে থাকবে"।
"আমরা তাকে খুব মিস করবো," ট্রাম্প বলেন।
ট্রাম্প এরপর ঘোষণা করেন, তিনি চার্লি কার্ককে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করবেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ সম্মান।
এদিকে চার্লির মৃত্যুকে ৯/১১-এ নিহতদের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি বলেন, "চার্লি; আমরা তোমাকে ভালোবাসি।”
ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। মি. কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন।
September 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]