মুজিববাদী সংবিধান ফেলে দিতে হবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রিটিশদের বিপক্ষে নীল বিদ্রোহ আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উত্তরাঞ্চলের নীলফামারী ও পঞ্চগড়। তাই জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চল রংপুর থেকে পদযাত্রা শুরু করেছে। কারণ বিদ্রোহের উত্তরাঞ্চল থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান তুলেছি। পদযাত্রায় দেশের ৬৪ জেলার জনগণের দুঃখ-দুর্দশা শুনে আগামী ৩ আগস্ট এনসিপি ঢাকার শহীদ মিনারে বিশাল জনসভার মাধ্যমে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় জুলাইয়ের পদযাত্রার তৃতীয়দিন নীলফামার শহরের চৌরঙ্গী মোড়ে পদসভা তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা গণহত্যা সংঘটিত করেছে এবং বাংলাদেশের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের পুরোনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করার দাবি তুলেন তিনি।
তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্ত থাকবে না। এ সময় নাহিদ তার পাশে নীলফামারীর জুলাই যোদ্ধা সপ্তম শ্রেণির ছাত্র শহীদ রুবেল হোসেনের বাবা রফিকুল ইসলামের হাত ধরে বক্তব্য রাখছিলেন।
নাহিদ ইসলাম বলেন, রংপুরের কৃষক সন্তান আবু সাঈদ, নীলফামারীর সপ্তম শ্রেণির ছাত্র রুবেল ইসলাম ও সৈয়দপুরের মেধাবী শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বিদ্রোহ আমরা মনে রেখেছি। তারা নিজেদের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন। আমরা সেই ইতিহাসকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।
জুলাই গণঅভ্যুত্থানের বিচার এখনও সম্পন্ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম বলেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে। আমরা এখনও বিচার সম্পন্ন দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার সেটিও সম্পূর্ণরূপে দেখতে পাইনি। দেখা যাচ্ছে সেই আগের মতো চাঁদাবাজি, দুর্নীতি চলছে। আর কেউ কেউ নির্বাচন নির্বাচন শ্লোগান তুলে যাচ্ছে। এটি সংস্কার ছাড়া হতে দেওয়া যাবে না।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো, লক্ষ মানুষ যাঁরা রাজপথে নেমেছিলেন, তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র, জনতা, তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাব।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পদসভায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও যুগ্ন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সায়েদ লিওন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
undefined/news/politics/1f0581b8-9392-63f0-8f75-e10dcf3bc225
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]