আসিফ নজরুলকে ভণ্ডামি বাদ দিতে বললেন, হাসনাত আব্দুল্লাহ
অনলাইন রিপোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান। তবে সেই পোস্টে তীব্র প্রতিবাদী মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেন- ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাথে সাথেই তারে সেই পোস্টে অনেকেই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ মন্তব্য করে লিখেন, 'প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।'
এর আগে রাতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়।
undefined/news/social-media/1f08509c-f563-6a60-9a4e-9b9d7349f9b4
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]